একনজরে ইন্সটিটিউট অব নজরুল স্টাডিজ

ইন্সটিটিউট অব নজরুল স্টাডিজের সংক্ষিপ্ত পরিচিতি

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম জাতির চেতনার প্রতীক । তাঁর সৃষ্টি ও কর্ম বাংলা সাহিত্য এবং আমাদের জীবনকে করেছে ঋদ্ধ । বাঙালি মননে শুদ্ধতা, সততা, শুভবুদ্ধি ও মুক্তবুদ্ধি বিকাশে নজরুল-সাহিত্য সারথি স্বরূপ । নজরুল স্মৃতি বিজরিত ত্রিশালে ২০০৬ সালে প্রতিষ্ঠিত হয় "জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়" । এ বিশ্ববিদ্যালয় ০৬টি অনুষদে ২৪টি বিভাগ ও একটি ইন্সটিটিউটের মাধ্যমে শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে ।

নজরুল জীবন, সাহিত্য ও সংগীত নিয়ে গবেষণা এবং একাডেমিক কার্যক্রম পরিচালনায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ২০১৪ সালে প্রতিষ্ঠিত হয়েছে "ইন্সটিটিউট অব নজরুল স্টাডিজ"

ইন্সটিটিউটের নাম:

ইন্সটিটিউট অব নজরুল স্টাডিজ

প্রতিষ্ঠাকাল:

ইন্সটিটিউট অব নজরুল স্টাডিজ প্রতিষ্ঠিত হয় ২০১৪ খ্রিস্টাব্দে ।

লক্ষ্য:

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের অমর স্মৃতি রক্ষা, তাঁর জীবন ও সাহিত্য, সংগীত ও সামগ্রিক অবদান সম্পর্কে পাঠদান, গবেষণা পরিচালনা, রচনাবলি সংগ্রহ, সংরক্ষণ, প্রকাশনা ও প্রচার এবং তাঁর ভাবমূর্তি দেশে-বিদেশে উজ্জ্বলরূপে তুলে ধরা "ইন্সটিটিউট অব নজরুল স্টাডিজ" এর লক্ষ্য ।

উদ্দেশ্য:

কাজী নজরুল ইসলামের জীবন, সাহিত্য ও সৃষ্টিকর্মকে স্মরণীয় করে রাখার জন্য "ইন্সটিটিউট অব নজরুল স্টাডিজ" একটি প্রাতিষ্ঠানিক বা একাডেমিক পদক্ষেপ । বাংলা সাহিত্য, সংস্কৃতি ও সভ্যতার সমৃদ্ধি নির্মাণে কাজী নজরুল ইসলামের অবদান অবিস্মরণীয় এবং তা আমাদের জীবনের উত্তোরত্তর বিকাশের সঙ্গে অবিচ্ছেদ্য । তাই কাজী নজরুল ইসলামের জীবন, সাহিত্য ও সংগীত সংক্রান্ত উপকরণসমূহ সংগ্রহ, অনুশীলন, সংরক্ষণ, গবেষণা, প্রকাশনা ও শিক্ষা কার্যক্রম পরিচালনা দায়িত্ব পালন "ইন্সটিটিউট অব নজরুল স্টাডিজ" এর উদ্দ্যেশ্য ।