ইন্সটিটিউট অব নজরুল স্টাডিজ, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় কর্তৃক গত ০৮ জানুয়ারি ২০২৩ তারিখ রবিবার, দিনব্যাপী International Nazrul Conference on Global Realities of Nazrul Studies (নজরুল অধ্যয়নের বৈশ্বিক বাস্তবতা) শীর্ষক আন্তর্জাতিক নজরুল কনফারেন্সের আয়োজন করা হয়। উক্ত কনফারেন্সে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ০৪ জন আন্তর্জাতিক পর্যায়ের নজরুল গবেষক উপস্থিত ছিলেন ।